এটিএম সেবা
বাংলাদেশ কৃষি ব্যাংক নিজস্ব ১৫টি এটিএম বুথে ১৭টি ATM স্থাপন করেছে এবং কার্ড পেমেন্ট সিস্টেমকে উন্নত করতে সারা দেশে একটি শক্তিশালী Q-Cash ATM নেটওয়ার্ক এর অধীনে ২০১৩ সাল হতে এবং NPSB (বাংলাদেশের ন্যাশনাল পেমেন্ট সিস্টেম) এর সক্রিয় সদস্য হিসেবে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে অত্র ব্যাংকে শুধুমাত্র ডেবিট কার্ড সুবিধা চালু রয়েছে এবং অতিদ্রুত ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শিডিউল অব চার্জেস
এটিএম কার্ড প্রদান এবং রক্ষণাবেক্ষণ চার্জ:
(১) নতুন ডেবিট কার্ড ইস্যু চার্জ (২৫০+১৫%ভ্যাট) টাকা
(২) ডেবিট কার্ড নবায়ন চার্জ (২৫০+১৫%ভ্যাট) টাকা
(৩) ডুপ্লিকেট ডেবিট কার্ড ইস্যু চার্জ (২৫০+১৫%ভ্যাট) টাকা
(৪) পিন রি-ইস্যু চার্জ (১০০+১৫%ভ্যাট) টাকা।
এটিএম কার্ড লেনদেন চার্জ
লেনদেনের ধরন |
বাংলাদেশ কৃষি ব্যাংক |
Qcash সদস্য ব্যাংক |
NPSB সদস্য ব্যাংক |
প্রতিবার উত্তোলনে |
ফ্রী |
১১.৫০ টাকা |
১৫.০০ টাকা |
স্থিতি অনুসন্ধান |
ফ্রী |
ফ্রী |
৫.০০ টাকা |
সংক্ষিপ্ত বিবরণী |
ফ্রী |
ফ্রী |
৫.০০ টাকা |
এটিএম কার্ড লেনদেন সীমা
|
একবারে সর্বোচ্চ লেনদেন সীমা |
একদিনে সর্বোচ্চ লেনদেন সীমা |
একদিনে সর্বোচ্চ লেনদেন সংখ্যা |
ATM |
২০,০০০/- |
১,০০,০০০/- |
৫ বার |
POS |
১,০০,০০০/- |
৫,০০,০০০/- |
৫ বার |
ব্যবহারকারীর সচেতনতা
অনান্য সেবা
Bangla QR:
বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহকদেরকে Bangla QR সেবা প্রদানের লক্ষে Bangla QR (Issuing & Acquire) সার্ভিসের প্রচলন করা হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল পেমেন্ট সিস্টেম (NPSB) এর QR code Based ডিজিটাল পেমেন্ট সার্ভিস Bangla QR এর মাধ্যমে গ্রাহকগণ সহজেই যেকোন মোবাইলের অ্যাপস্ ব্যবহার করে সংশ্লিষ্ট QR কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। বিক্রেতাও লেনদেনের সাথে সাথেই এসএমএস প্রাপ্ত হবেন এবং তার ব্যাংক হিসাবে তাৎক্ষণিক টাকা জমা হয়ে যাবে।
Internet Banking:
অত্র ব্যাংকে ২০২৩ সাল হতে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু রয়েছে। এই সেবা ব্যবহার করে গ্রাহকগণ অত্র ব্যাংকে বিদ্যমান হিসাব সংক্রান্ত নিম্নোক্ত তথ্যগুলো দেখতে পারবেনঃ-