বিকেবি, অপরাজিত স্কীম অ্যাকাউন্ট এর ক্ষেত্রে, 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন,২০১৩' অনুযায়ী ১৮ বছরের উর্ধ্বে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী বাংলাদেশী নাগরিক মাসের যে কোন কর্মদিবসে একক নামে বা যৌথ নামে এক বা একাধিক হিসাব খুলতে পারবে।
১. ফর্ম পূরন করুন।
২. যে কোনো পরিমাণ নগদ বা সহজে নগদযোগ্য উপকরণ জমা করুন।
৩. অবশেষে একটি রসিদ পাবেন।
গ্রাহক সুবিধা
মাসিক কিস্তি – ৫০০/- বা এর গুনিতক তবে সর্বোচ্চ ২৫,০০০/-
সুদের হার :
মেয়াদান্তে মোট প্রদেয় টাকা (৫০০/- টাকার ক্ষেত্রে) – ২০,৫০০/-, ৩৭,৫০০/- ৪৮,০০০/-
যোগ্যতা
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
১.যথাযথভাবে পূরণ করা অ্যাকাউন্ট খোলার ফর্ম।
২.আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বিকেবির যেকোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক/ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত।
৩.আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র/ বাংলাদেশ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।
৪.আবেদনকারীর ইটিইন(আয়কর) সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৫.নমিনীর এক কপি ছবি।
৬.নমিনীর বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৭.অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য।
** যেকোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।